ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

আবারও মালাবদল করলেন তিতাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৮ মে ২০২২

দ্বিতীয়বারের মত মালাবদল করলেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী তিতাস ভৌমিক। স্নেহাশিস দাসের সঙ্গে শুক্রবার সমস্ত আনুষ্ঠানিক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সম্পন্ন করেছেন তিনি।

এদিন নরম গোলাপি রঙের লেহেঙ্গা-ওড়নায় সেজেছিলেন তিতাস। মাথা থেকে পা পর্যন্ত ঢকা ছিল সালঙ্কারা দিয়ে। স্নেহাশিসও পড়েছিলেন একই রঙের শেরওয়ানি।

গোলাপ আর জুঁই দিয়ে সাজানো বিয়ের আসরে নবদম্পতি মালাবদল সেরেছেন গোলাপের মালায়। ছোট্ট দুটো সিংহাসন সাজানো ছিল দম্পতির জন্য। সেখানেই আনুষ্ঠানিক বিয়ের পাশাপাশি আংটি বদল করতে দেখা যায় তাদের। 

পরে বিয়ে এবং আংটি বদলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিতাস।

ক্যাপশনে লিখেছেন, “আমরা অনেক সময়ই ভালোবাসা খুঁজি। তখন ভালোবাসা নিজেই আমাদের কাছে ধরা দেয়। ঠিক যেভাবে গোটা বিশ্ব এবং নিজের মানুষেরা মিলিয়ে দিল আমাদের।”
 
এর আগে ২০১৪ সালে তিতাস বিয়ে করেছিলেন পরিচালক-অভিনেতা সমদর্শী দত্তকে। ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদ করেন তারা।

প্রসঙ্গত, এরমধ্যে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিতাস। তবে নজর কেড়েছেন ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’-তে অভিনয়ের মাধ্যমে। ছোট পর্দার পাশাপাশি তিতাস বড় পর্দায় নজর কেড়েছেন সুমন ঘোষের ‘কাদম্বরী’ সিনেমায় অভিনয় করে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি