ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার বড় পর্দায় মিথিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৯ মে ২০২২

Ekushey Television Ltd.

মিথিলা অভিনয় জগতে পরিচিত নাম। বিশেষ করে ছোট পর্দায়। তবে এবার বড় পর্দায় নাম লিখাতে চলেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। 

খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে তার প্রথম বড় পর্দায় অভিনীত সিনেমা ‘অমানুষ’।

যদিও অভিনেত্রী মিথিলা বড় পর্দার অনেকগুলো প্রজেক্টে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমা ছাড়াও আরও দুটি সিনেমার সঙ্গে যুক্ত হন তিনি। এগুলো হলো-‘জ্বলে জ্বলে তারা’ ও ‘কাজল রেখা’। 

পাশাপাশি কলকাতার চারটি সিনেমায়ও কাজ করেছেন এই অভিনেত্রী। সিনেমাগুলো হলো-‘মায়া’, ‘আ রিভার ইন হ্যাভেন’, ‘আয় খুকু আয়’ ও ‘নীতিশাস্ত্র’।

তবে সিনেমাগুলোর কোনোটিই এখনো মুক্তি পায়নি। ফলে বড় পর্দায়ও অভিষেক হয়নি মিথিলার।

অবশেষে সিনেমা হলে আসছে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। আগামী ১৭ জুন তার অভিনীত ‘অমানুষ’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। যেখানে মিথিলা জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে।

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

আরএমএ/এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি