ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সচেতনতামূলক বিজ্ঞাপনের মডেল নিপুণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ৩১ মে ২০২২

Ekushey Television Ltd.

পর্দায় নিজেকে ফুটিয়ে তোলার কাজে মন দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার। অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় সচেতনতামূলক বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা মিলবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ শিল্পীকে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে সচেতনতামূলক বিজ্ঞাপনটি তৈরি করছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ।

গত ২৯ মে মিরপুর দুই নম্বরে অবস্থিত ইউসেপ ক্যাম্পাসে এর চিত্রায়ণ হয়। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন বিপ্লব নামের একজন নির্মাতা।

এ বিষয়ে অভিনেত্রী ও মডেল নিপুণ জানান, এমন কাজের অভিজ্ঞতা এবারই প্রথম। আমাদের প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্যে জোর দিচ্ছেন। উনার এই উদ্বুদ্ধকরণ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। 
এতে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে আছি। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর কারিগরি শিক্ষা গ্রহণ করে।

জানা যায়, দ্রুত সম্পাদনা শেষে বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি