ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিরতির পর ‘ময়ূরাক্ষী’ নিয়ে পর্দায় ববি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২ জুন ২০২২

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বেশ কিছু ভালো কাজ তাকে পরিচিত করেছে চলচ্চিত্র প্রেমীদের কাছে। ২০১৯ সালে ‘নোলক’ সিনেমায় শেষ দেখা মিলেছে তার। এরপর অনেকদিন দেখা নেই পর্দায়। দীর্ঘ বিরতির পর আগামী আগস্টে মুক্তি পাচ্ছে তার ‘ময়ূরাক্ষী’ সিনেমা।

সম্প্রতি এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ।

তিনি জানান, ঈদের আগেই সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হবে এবং সব ঠিক থাকলে আগস্টে এটি প্রেক্ষাগৃহে আসবে। 

এ বিষয়ে ববি বলেন, “ঈদে দর্শকরা আমার সিনেমা প্রত্যাশা করেন। সেই জায়গায় আমিও চেয়েছিলাম ঈদে সিনেমাটি রিলিজ হোক। কিন্তু সিনেমা মুক্তির বিষয়টি তো নির্মাতা প্রযোজকের হাতে। তারা যেটা ভালো মনে করবেন সেটাই হবে। তবে আমি ঈদে মুক্তির বিষয়টি নিয়ে নির্মাতার সঙ্গে কথা বলবো।” 

কারণ আমি মনে করি, ঈদে মুক্তি পাওয়ার মতোই জমজমাট সিনেমা ‘ময়ূরাক্ষী’। গল্প থেকে শুরু করে সিনেমাটির গানগুলোও অনেক ভালো হয়েছে।”

এদিকে এই সিনেমাটির বাইরে একাধিক কাজ নিয়ে ব্যস্ত আছেন ববি।

নিজের ব্যস্ততা নিয়ে ববি বলেন, “আলপিন সিনেমাটির কাজ শেষ করেছি। বর্তমানে ‘পাপ’ এবং ‘এবার তোরা মানুষ হ’ সিনেমাগুলোর কিছুটা কাজ বাকি রয়েছে।”
আরএমএ/ এনএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি