ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘বুবুজান’ নিয়ে ফিরছেন মাহিয়া মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

‘বুবুজান’ অভিনয়ের মধ্য দিয়ে আবারো নিজেকে ক্যামেরার সামনে ফুটিয়ে তুললেন দেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এর আগে গত রোজায় সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি।

‘বুবুজান’ সিনেমাটির কাজ গত ডিসেম্বরেই শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। সিনেমাটি পরিচালনা করছেন শামীম আহমেদ ‌রনী। 

এ বিষয়ে মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, “এই সিনেমার কিছু কাজ বাকি ছিল, সেটাই শেষ করছি। এখন থেকে বছরে ২-১টা সিনেমার কাজ করবো। নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। চূড়ান্ত হলে সবকিছু বলতে পারবো।”

এ চলচ্চিত্রে তার বিপরীতে আছেন নবাগত শান্ত খান। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

মাহি ‘বুবুজান’ ছাড়াও কাজ করছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমায়। এখানে তার সহকর্মী ডিএ তায়েব। এই সিনেমাটিরও কিছু দৃশ্যধারণ বাকি আছে।

অন্যদিকে, এই চিত্রনায়িকা ব্যস্ত তার সংসার ও রেস্তোরাঁ নিয়ে। গাজীপুর চৌরাস্তায় দিয়েছেন তার ব্যবসা প্রতিষ্ঠান ফারিশতা। গত রোজায় ইফতারি আয়োজনের মধ্য দিয়ে ফারিশতার কার্যক্রম শুরু করেন মাহিয়া মাহি।

আরএমএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি