ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

কেকে’র মৃত্যুতে সিবিআই তদন্তের অনুমতি কলকাতা হাই কোর্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ৭ জুন ২০২২

কেকে’র মৃত্যু পর এর সত্য কারণ উৎঘাটনের জন্য কলকাতা হাই কোর্টে সিবিআই তদন্তের জন্য আর্জি জানিয়েছিলেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। আর সেই আর্জির উত্তরে হ্যাঁ বললেন কলকাতা হাই কোর্ট।

জানা যায়, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই অনুমতি দিয়েছে।

মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের পর প্রয়াত হন বলিউডের গায়ক কেকে। মাত্র ৫৪ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই খ্যাতনামী গায়কের। 

তার পর থেকে নানা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, নজরুল মঞ্চে অতিরিক্ত ভিড় নিয়ে। শীতাতপ যন্ত্র ঠিক মতো কাজ না করেছিল কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। যা ইতোমধ্যেই রাজনৈতিক উত্তাপের চরমে পৌঁছেছে।

বিরোধীরা প্রশ্ন তুলেছেন, একটি কলেজ ফেস্টে এত অর্থ ব্যয়ে কী ভাবে এক জন বলিউডের গায়ককে আনা হল, তা নিয়ে। কেন ঠিক মতো ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি প্রশাসন, তা নিয়েও সরব বিরোধীরা। 

এরই মধ্যে কেকের মৃত্যু নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল আদালত।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি