সংগীতশিল্পী হায়দার হোসেন হাসপাতালে ভর্তি
প্রকাশিত : ১৫:২২, ৮ জুন ২০২২
জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন হাসপাতালে ভর্তি আছেন। ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান গায়কের স্ত্রী নুসরাত জাহান ।
তিনি জানান, ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছেন হায়দার হোসেন। ডায়াবেটিস বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে। দুই-তিন দিন সেখানেই থাকতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ বিমান বাহিনীতে একজন বিমান প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন হায়দার হোসেন। ১৯৭৯ সাল থেকে সংগীত পেশার সঙ্গে যুক্ত হন তিনি। ব্যতিক্রমী গানের জন্য সুপরিচিত এই সংগীতশিল্পী। যার বেশির ভাগ গানই বাণী ও বক্তব্য প্রধান।
গানের মধ্য দিয়েই তুলে ধরেন জীবনের নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে গত কয়েক বছর ধরে গানে অনিয়মিত তিনি। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘গণতন্ত্র’, ‘ত্রিশ বছর’, ‘সরকারি অফিসার’, ‘বুদ্ধিজীবী’, ‘ফাইসা গেছি’, ‘শাড়ি’।
এমএম/