ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ওমর সানীকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ জায়েদ খানের বিরুদ্ধে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৩, ১২ জুন ২০২২

খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বড় ছেলের রাজকীয় বিয়েতে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

জায়েদ খানের এমন আচরণে বিস্মিত ও হতবাক হয়েছেন ওই সময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা। তবে জায়েদ খান এ ঘটনাকে মিথ্যা দাবি করেছেন।

বিয়েতে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী বরাতে  এ তথ্য জানান। তারা জানান, আমরা যতটুকু জানি মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত হয়। এ বিষয়ে ডিপজলের কাছে বিচারও চান ওমর সানী। ডিপজল উভয়কে ঠাণ্ডা থাকতে বলে দিয়েছিলেন। উভয়কে উভয়ের থেকে দূরে থাকার পরামর্শও দেন। 

তবে এ ঘটনা ওখানেই থেমে থাকেনি। ডিপজলের ওই সমাধান ওমর সানীর ভালো লাগেনি। তাই জায়েদ খানকে ডিপজলের ছেলের বিয়েতে পেয়েই চড় মেরে বসেন এবং বলেন তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব না করতে। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।

সানীর চড় খাওয়া ও এমন সব কথা শুনে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘গুলি করে দেব।’ 

পরে ডিপজল উভয়কে থামিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে শনিবার রাতে এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সমকালকে পুরো ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন,‘এটা মিথ্যা খবর। এমন কোনো ঘটনাই বিয়েতে ঘটেনি।’ 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি