ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক সঙ্গে দুই বাংলায় মুক্তি পাচ্ছে মিথিলার সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১২ জুন ২০২২ | আপডেট: ১১:০৩, ১২ জুন ২০২২

Ekushey Television Ltd.

অনেক অভিনেতাই অভিনয় করেছেন দুই বাংলার সিনেমায়। তবে এমনটি আগে ঘটেছে বলে জানা নেই, যা এবার ঘটতে চলেছে। এবার একই দিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা’র দুই সিনেমা। বলা যেতে পারে এটি একটি নতুন নজির গড়তে চলেছেন।

আগামী শুক্রবার (১৭ জুন) এক‌ইসঙ্গে মুক্তি পেতে চলেছে বাংলাদেশের ‘অমানুষ’এবং পশ্চিমবঙ্গের ‘আয় খুকু আয়’ সিনেমাটি। বিষয়টি নিয়ে খুব খুশি অভিনেত্রী মিথিলা।

জানা যায়, শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ সিনেমাতে মিথিলা অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায়। গ্রামের এক বাবা-মেয়ের গল্প ঘিরে তৈরী হয়েছে সিনেমাটি।
 
অন্যদিকে, বাংলাদেশের নতুন প্রজন্মের নায়ক নীরবের বিপরীতে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটির পরিচালনায় রয়েছে অনন্য মামুন। এই সিনেমাতে নীরব-মিথিলা ছাড়া রয়েছেন কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু, ডনের মতো তারকা অভিনেতারা।
 
এ বিষয়ে অভিনেতা নীরব জানান, নগর জীবনের বাইরের গল্প নিয়ে এই সিনেমাটি। আশা করি দর্শক নতুন স্বাদ পাবেন। শুটিংয়ের পুরো সময়টা জঙ্গল ছাড়া আর কিছুই দেখিনি। রাতে ঘরে ফিরে ঘুমিয়েছি। পরের দিন ভোরে আবার জঙ্গলে। সবাই খুব পরিশ্রম করেছি। সিনেমার সাফল্য নিয়ে আমরা আশাবাদী।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি