ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চড়-পিস্তলকাণ্ডে তোলপাড় ঢালিউড: সানী-জায়েদের পাল্টাপাল্টি বক্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১২ জুন ২০২২

জায়েদ খান, মৌসুমি ও ওমর সানী

জায়েদ খান, মৌসুমি ও ওমর সানী

সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ নামে একটি সিনেমায় একসঙ্গে কাজ করছেন সানী-মৌসুমী-জায়েদ খান। উপরের এই ছবিতে ঢালিউডের এই তিন অভিনেতা-অভিনেত্রীকে এক ফ্রেমে দেখা গেলেও এখন একে একে অপরের মুখও দেখতে চান তারা।

সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েতে অভিনেতা জায়েদ খানকে চড় মেরেছেন আরেক অভিনেতা ওমর সানী। জবাবে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়েছেন জায়েদ খান!

গত শুক্রবার (১০ জুন) ঘটে যাওয়া চাঞ্চল্যকর এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওমর সানী। বিপরীতে পুরোটাই অস্বীকার করেছেন চলচ্চিত্র শিল্পি সমিতির আলোচিত সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ বিষয়ে শনিবার (১২ জুন) মধ্যরাতে বিস্ময় প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘এমন কোনো ঘটনাই ঘটেনি। গত নির্বাচনের রায়কে সামনে রেখে এমনটা করা হচ্ছে। আর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি! আমি বিয়ের দাওয়াতে পিস্তল নিয়ে যাবো কেন। আর ওমর সানী আমাকে চড়ও মারেনি।'

তবে পুরো ঘটনার সত্যতা স্বীকার করে অভিনেতা ওমর সানী বলেন, ‘বেয়াদবির একটা সীমা আছে। ও (জায়েদ) ইন্ডাস্ট্রিতে সবার সঙ্গে বেয়াদবি করবে, সব মেয়ে মানুষের সঙ্গে বিকৃত আচরণ করবে নাকি! এসবের তো একটা সীমারেখা আছে। সে মৌসুমীর সঙ্গেও বেয়াদবি করার চেষ্টা করেছে।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়ক বলেন, ‘সেদিন আমি গিয়েই ওকে চড় মেরেছি। সঙ্গে সঙ্গেই সে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। তখন আমি একটি গালি দিয়েছি। এ সময় রোজিনা আপা, অঞ্জনা আপা, সুচরিতা আপারা উপস্থিত ছিলেন। এর চেয়ে বেশি কিছু আপাতত বলতে চাই না।’

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘হয়তো আগে থেকে তাদের মধ্যে রাগারাগি ছিল, এ কারণে ঘটনাটি ঘটেছে। আমি বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, এর বেশি কিছু জানি না।’

যদিও জানা গেছে, ডিপজলের উদ্যোগেই সেদিন অল্পতে রক্ষা পেয়েছে ঢালিউড! নয় তো, পরিস্থিতি গড়াতে পারতো ভিন্নদিকে। কারণ সেদিন সানী-জায়েদ দুজনেই ছিলেন মারমুখি ভঙ্গিতে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি