ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

লোকজন ‘দানব’, ‘নরখাদক’ বলায় কেঁদে ফেলেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ১২ জুন ২০২২

হঠাৎই  মাদক সংযোগের অভিযোগে গ্রেফতার হন বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খান। দিনটি ছিল ২০২১-এর ২ অক্টোবর। নিমেষে চূর্ণ হয় খান পরিবারের সম্মান। ছেলের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগে ভেঙে পড়েছিলেন শাহরুখ-গৌরী। 

তবে সে সময়টা বিষাক্ত হয়ে উঠেছিল কিং খানের পরিবারের কাছে। জনরোষের মুখে পড়েছিলেন তারা। কিছু লোকজন 'দানব', 'সন্ত্রাসবাদী', 'নরখাদক' কোনও তকমা দিতেই ছাড়েননি শাহরুখের পরিবারকে। গোটা পরিস্থিতিতে বিধ্বস্ত শাহরুখ এনসিবি কর্মকর্তাদের সামনে বসে কেঁদে ফেলেন। সম্প্রতি, এনসিবি কর্মকর্তা সঞ্জয় সিং নিজেই সংবাদমাধ্যমের কাছে একথা তুলে ধরেছেন।

মাদক সংযোগের অভিযোগে একমাস জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি পান শাহরুখ পুত্র আরিয়ান। সেসময় মাদক মামলার তদন্তে গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল। যার প্রধান ছিলেন এনসিবি কর্মকর্তা সঞ্জয় সিং। 

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে তিনিই কিং খানের মানসিক অবস্থা তুলে ধরেছেন। তার কথায়, তদন্তের সময় তাঁদের সামনে বসে কাঁদতে কাঁদতে শাহরুখ তার পরিবারের মানসিক অবস্থার কথা তুলে ধরেছিলেন। 

বলেছিলেন, ‘এখন তার পরিবারের লোকজনকে দানব, সন্ত্রাসবাদী’ এসব কথাও শুনতে হচ্ছে। সঞ্জয় জানিয়েছেন আরিয়ানও রাতে ঘুমোতে পারছিলেন না। বাবা হয়ে কী ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে ছেলেকে ফোনে সঙ্গ দিয়েছেন কিং খান।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি