ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাগের মাথায় অডিও বার্তা দিয়েছেন মৌসুমী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ১৪ জুন ২০২২ | আপডেট: ১৩:৩০, ১৪ জুন ২০২২

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছেন ওমর সানী ও জায়েদ খান। গেল তিন দিন ধরেই চলছে এ নিয়ে তুমুল চর্চা। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে কথা বলেছেন ওমর সানী-মৌসুমী দম্পতির সন্তান ফারদিন এহসান স্বাধীনও। তার ভাষ্য, তার মা মৌসুমীকে ডিস্টার্ব করতেন জায়েদ। তবে এ ব্যাপারে মৌসুমীর দেওয়া অডিও বার্তায় পাওয়া যায় উলটো কথা। এবারে মৌসুমীর ছেলে জানালেন ওই অডিও বার্তা রাগের মাথায় দিয়েছিলেন মৌসুমী। এবিষয়ে কথাও হয়েছে মা-ছেলের। 

কেন তার মা (মৌসুমী) বাবার (ওমর সানী) বিপরীতে কথা বলেছেন জানতে চাইলে গণমাধ্যমকে ফারদিন বলেন, ‘আমি এ বিষয়ে মায়ের সাথে কথা বলেছি, মা বলেছে, দেখ বাবা আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি। আমি কিন্তু মিথ্যাচার করছে সানী এটা ডিরেক্ট বলি নাই। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।’

ফারদিন বলেন, ‘আমার আম্মাকে (মৌসুমী) জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম মা, তুমি যে অডিও বাইটের প্রথমে ও শেষে কী বললে? জানতে চেয়েছিলাম, বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। (কারণ, সিচুয়েশনটা আগলি না।) এটা সমাধান করতে হবে ঘরোয়াভাবে। এটা গণমাধ্যম পর্যন্ত যাওয়া লাগবে না। চলচ্চিত্রে সিনিয়ররা আছেন তারাই বিষয়টি সমাধান করতে পারেন।’

জায়েদ খান আমার বাবার সঙ্গে বেয়াদবি করেছেন উল্লেখ করে এই তারকাপুত্র আরও বলেন, বাংলাদেশে যখন দুজন টপ সেলিব্রেটির ফ্যামিলি সুখে থাকেন, তার সঙ্গে স্ত্রী সন্তানদের ভালো সম্পর্ক। সন্তানের, বউয়ের মুখ না দেখলে পাগল হয়ে যান। এ রকম একটা পরিবারে কিছু নেকড়ে প্রকৃতির মানুষ নানাভাবে ইস্যু করতে থাকেন। ব্যবসা দিয়ে চেষ্টা করেছেন, হয়তো পারেননি। এখন ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন, সেটাও তো পারবেন না।

চড় ও পিস্তলকাণ্ডের পর থেকেই মুখে কুলুপ এঁটেছিলেন মৌসুমী। রোববার (১২ জুন) জায়েদ খানের বিরুদ্ধে সুখের সংসার ভাঙার চেষ্টার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর অভিযোগ করেছিলেন চিত্রনায়ক ওমর সানী। সেখানে অভিযোগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এ চিত্রনায়ক। ওমর সানী শিল্পী সমিতিতে জায়েদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরেই ‍মুখ খোলেন মৌসুমী। জায়েদের পক্ষ নিয়ে সাফাই গান মৌসুমী।

এক অডিও বার্তায় মৌসুমী বলেন, ‘আমি জায়েদকে অনেক স্নেহ করি। ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক তা খুবই ভালো। সে আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না।’

জায়েদ খানকে ‘ভালো ছেলে’ উল্লেখ করে মৌসুমী অডিও বার্তায় একাধিকবার বলেন, ‘ও (জায়েদ খান) অনেক ভালো ছেলে, কখনোই আমাকে অসম্মান করেনি। সে আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে এ কথাটি কেন বারবার আসছে জানি না।’

অডিও বার্তায় ওমর সানীকে ‘ভাই’ সম্বোধন করেছেন মৌসুমী। তার ভাষায়, ‘আমাদের একান্ত ব্যক্তিগত সমস্যা পারিবারিকভাবে সমাধান হওয়ার দরকার ছিল। জায়েদের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না। আমাকে ছোট করার মধ্যে ওমর সানী ভাই কেন আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে আমার সাথে সমাধান করবেন। সেটাই আশা করি। ওমর সানী একতরফা বলেছেন।’

সানী-জায়েদ ইস্যুতে তাকে কেন জড়ানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। মৌসুমী বলেন, ‘সরাসরি বলতে চাই, জায়েদ আমাকে কখনোই অসম্মান করেনি, বিরক্ত করেনি। জায়েদকে আমি স্নেহ করি। ও আমাকে অনেক সম্মান করে। তাদের (সানী-জায়েদ) কী নিয়ে কী হয়েছে আমি জানি না। আমি চাই না আমাকে নিয়ে এ ধরনের আলোচনা হোক।’

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি