ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভালোবাসার মানুষ না পাওয়ায় মা হতে পারিনি: রেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১৮ জুন ২০২২

তার চোখের ইশারায় এখনও ঘায়েল হয় পুরুষ। প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে দোলা দিয়ে আসা বলিউডের সেই রেখার জীবনটাই কেটে গেল সম্পর্ক ভাঙা-গড়ায়। যার এক ইশারায় জীবন দিতে প্রস্তুত অসংখ্য পুরুষ, তার জীবনেই নাকি কোন ভালোবাসা আসেনি। তেমনটাই দাবি স্বয়ং রেখার নিজের। 

আর সে কারণেই আজও অপূর্ণ থেকে গিয়েছে তার মা হওয়ার সাধ। বেশ কিছু দিন আগে মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আক্ষেপের কথা বলেছিলেন বলিউডের ‘গ্রেটা গার্বো’।

তিনি বলেন, ‘‘অনেকগুলো সন্তান হবে আমার, এটাই চাইতাম আমি। মা-ও বলতেন একই কথা। আমারও মনে হয়েছিল, মা ঠিকই বলছেন। আমি চাইতাম, আমার সন্তান স্বাভাবিক ভাবে পৃথিবীতে আসুক। কোনও কৃত্রিম উপায়ে নয়। কিন্তু তার জন্য এক জন পুরুষ সঙ্গীর অভাব ছিল আমার জীবনে। অচেনা পুরুষের বীর্য নিয়ে বা ‘আইভিএফ’-এর সাহায্যে কোনও দিন মা হওয়ার কথা ভাবিনি।’’

১৯৭০-এ ‘শাওন ভাদো’ সিনেমাতে বলিউডে রেখার আত্মপ্রকাশ হয়। তার অভিনয়, সৌন্দর্য, ব্যক্তিগত জীবন সব কিছুই যেন রহস্যময়, আলো-আঁধারিতে ঢাকা। মুকেশ অগ্রবালের সঙ্গে বিয়ে হয়েছিল রেখার। অজ্ঞাত কারণে হঠাৎ আত্মহত্যা করেন মুকেশ। এমন খবরও শোনা গিয়েছে, অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে মালাবদল করেন রেখা। কিন্ত বিনোদের মা মেনে না নেওয়ায় সেই বিয়ে সামাজিক স্বীক়ৃতি পায়নি। 

তার পুরুষসঙ্গীর তালিকায় রয়েছে বলিউডের অনেক নায়কের নাম। কিন্তু পরিণতি পায়নি রেখার কোনও সম্পর্কই। এক বিয়ের অনুষ্ঠানে শাখাসিঁদুর পরা রেখাকে দেখে বলিপাড়ার চর্চা পৌঁছেছিল চরমে। অমিতাভ-রেখার প্রেমকাহিনি বাস্তব থেকে ধরা পড়ে সেলুলয়েডের পর্দায়। সেই ‘সিলসিলা’ নিয়ে গুঞ্জন এখনও চলছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি