ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন সারিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ১৮ জুন ২০২২

Ekushey Television Ltd.

চন্দন সিনহা’র কণ্ঠে ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি এতদিন ‘প্রেমকাহিনি’ সিনেমায় শুনেছিলেন দর্শক শ্রোতারা। ২০১৩ সালে প্রকাশিত গানটি সেসময় শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। প্রায় ৯ বছর পর নতুন করে গানটি গাইলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। আর এতে প্রথমবারের মতো মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন।

সারিকা বলেন, ‘‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। গীতিকার কবির বকুল ভাই মিউজিক ভিডিওর গল্প ভালোভাবে বোঝানোর পর মনে হয়েছে, কাজটি করা যায়। তা ছাড়া ইমরানও এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।’’

গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘‘মূল গানটি বাণিজ্যিক সিনেমার জন্য তৈরি করা হয়েছিল। অনেক মিউজিক ব্যবহার করে রিদমিক করা হয়েছিল। কিন্তু নিজে যখন গাইলাম, তখন একটি পিয়ানো বাজিয়ে সফট মিউজিকে করেছি।‘‘

ইমরান আরও জানান, আগামী সপ্তাহে তার নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র মুক্তি পেতে পারে। আর চলতি মাসেই পুরো গানটি মুক্তি পেতে পারে ইউটিউবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি