ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিবাহ অভিযানে থাইল্যান্ড যাচ্ছেন ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২১ জুন ২০২২

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আসন্ন কোরবানির ঈদে দেশে থাকছেন না জনপ্রিয় এই চিত্রনায়িকা। ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিং করতে থাইল্যান্ডে যাচ্ছেন। সেখানেই এবার ঈদ করতে হবে ফারিয়াকে।

জানা গেছে, ২০১৯ সালে টলিউডে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল ‘বিবাহ অভিযান ২’ নির্মাণ হচ্ছে। সেটার শুটিং করতে থাইল্যান্ড যাচ্ছেন নুসরাত ফারিয়া। সিনেমাটিতে পরিচালক বাদে আগের সবাই আছেন। এবার সিনেমাটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘‘সিনেমাটির কাজ অনেক আগেই শুরু হয়েছে। আমি ইতোমধ্যে একবার থাইল্যান্ড ঘুরে এসেছি। আবারও যেতে হচ্ছে শুটিং করতে। ঈদের মধ্যেও কাজ হবে সেখানে।’’

এদিকে ঈদে টেলিভিশনেও দেখা যাবে নুসরাত ফারিয়াকে। অভিনয় করেছেন ‘আইকনম্যান’ শিরোনামের একটি নাটকে। আর সিনে পর্দার জন্য দেশে মুক্তির অপেক্ষায় আছে ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। কাজ করেছেন কলকাতায় ‘রকস্টার’ সিনেমায়ও।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি