ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঘরের কাজে হাতেখড়ি, জাহ্নবী এ বার পর্দায় মিলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ২২ জুন ২০২২ | আপডেট: ১৩:৩০, ২২ জুন ২০২২

বাবা বনি কাপূরের সিনেমাতে এবার নাম লেখালেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর। এছাড়াও মুম্বাইয়ের  সংবাদ সংস্থা জানিয়েছে, একটি বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয়ও করছেন বাবা-মেয়ে। বাবার সঙ্গে অভিনয়, অপর দিকে বাবার সিনেমাতে প্রথম কাজ, এই দুই নিয়েই এখন খোশমেজাজে ‘বনি-কন্যা’।

বনি কাপূর প্রোডাকশনের নতুন সিনেমা ‘মিলি’। বাবার এই সিনেমা দিয়েই বড় পর্দায় হাতেখড়ি হচ্ছে জাহ্নবীর। সিনেমাটিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ইতোমধ্যেই শুটিংয়ের কাজও শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, এই সিনেমাতে জাহ্নবীর বিপরীতে থাকছেন ভিকি কৌশলের ভাই সানি কৌশল।

‘ধড়ক’ সিনেমাতে অভিনয়ের মধ্যে দিয়েই বলিউডে যাত্রা শুরু তার। তার পর বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন জাহ্নবী। ‘ধড়ক’-এ সেভাবে সাড়া না পেলেও,‘গুঞ্জন সাক্সেনা’, ‘দ্য কারগিল গার্ল’ সিনেমাতে কাপূর কন্যার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি