ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘ছেলে তার বৌয়ের কথায় ওঠাবসা করলে সমস্যা’, এ কী বললেন নীতু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ২৩ জুন ২০২২

শাশুড়ি-বৌমার সম্পর্ক মানেই অম্ল-মধুর। সম্পর্কের নানা রুপ নিয়েই বেশ আলোচিত শাশুড়ি-বৌমার সম্পর্ক। আর সম্প্রতি এই সম্পর্কে জড়িয়েছে নীতু কাপুর ও আলিয়া ভাট। আর হঠাৎ শাশুড়ি নীতু কাপুরের একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচন।

তবে এর আগে নীতু সদাই পুত্রবধূ আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তবে হঠাৎ কী হলো?

বর্ষীয়ান অভিনেত্রী নীতু মনে করেন, ছেলের দোষেই খারাপ হয় শাশুড়ি-বৌমার সমীকরণ। 

বিষয়টি ব্যাখ্যাও তিনি বলেন, “ছেলে বৌয়ের কথায় ওঠাবসা করলেই শুরু সমস্যা। দু'দিকেই সমান গুরুত্ব দেবেন একজন বুদ্ধিমান পুরুষ।”

নীতু আরও বলেন, “বরের দোষে শাশুড়ি-বৌমার সম্পর্ক নষ্ট হয়। কারণ ছেলেরা মাকে খুব ভালোবাসে। তার পর আচমকা বৌয়ের কথায় ওঠাবসা করলে মায়ের সমস্যা হয়। মা এবং বৌকে সমান গুরুত্ব দিলেই সমস্যা হয় না।”

রণবীর কি তবে নীতুর ফর্মুলা মেনেই চলছেন? এ প্রশ্নে হেসে নীতু জানান, আমার কোনও সমস্যা হচ্ছে না। কারণ আমার ছেলে বুদ্ধিমান। ও আমাদের সমান ভাবে ভালোবাসে। ও মা-মা করে না। পাঁচ দিনে একবার ফোন করে খোঁজ নিলেই আমি খুশি।

বৌমা আলিয়া প্রসঙ্গে নীতু বলেন, “অনেকেই জিজ্ঞাসা করেন, আলিয়ার সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে। আমি বলি, আমার সঙ্গে আমার শাশুড়ির সম্পর্ক যেমন ছিল, তেমনই হবে। ও খুবই ভালো একজন মানুষ। ওর মনটা খুব সুন্দর, নিষ্পাপ।”

সূত্রঃ হিন্দুস্থান টাইমস
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি