ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ইটিভির স্টুডিও কনসার্ট ‘জয়, বাংলার জয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ২৩ জুন ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করতে যাচ্ছে ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট ‘জয়, বাংলার জয়’। 

একুশে টেলিভিশনে ২৪ জুন রাত ১১.৪০ মিনিট থেকে রাত ২টা পর্যন্ত এই কনসার্টে শিল্পী থাকবেন ফকির শাহাবুদ্দিন ও চৈতি মুৎসুদ্দী।

কনসার্টে টেলিফোনে সংযুক্ত হয়ে গানের জন্য অনুরোধ করার ও পদ্মা সেতুর উদ্বোধনে আনন্দ আয়োজনে অংশ নেয়ার সুযোগ থাকবে

দর্শকদের । 

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফকির শাহাবুদ্দিনের ‘চোখের কোনে স্বপ্ন ছিল পদ্মা দেব পাড়ি’ গান দিয়ে স্টুডিও কনসার্টের সূচনা হবে।

বাংলাদেশের গর্ব স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে আগামী শনিবার (২৫ জুন)। ওইদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতু।

এইচএস/এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি