ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

`চোখ তুলে দেখো না কে এসেছে`র সুরে পা মেলালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২৪ জুন ২০২২

Ekushey Television Ltd.

আশি বা নব্বইয়ের দশকে বাঙালির কাছে টালিউডের জুটি বলতেই ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত। জমাটি সব গান আর সেই সঙ্গে তৎকালীন জনপ্রিয়তাকে মাথায় রেখে গল্পের বাঁধুনি, এখনও দর্শকের মনে এই জুটি যেন চিরসবুজ। আর এবার জনপ্রিয় শো 'ইসমার্ট জোড়ি'-র  মঞ্চে হাজির হলেন দুই তারকা। 

সদ্য চ্যানেলের পক্ষ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ছোট্ট ক্লিপিংস। সেখানে দেখা যাচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিজয়েতা পণ্ডিতকে। তিনজনেই পা মেলাচ্ছেন সুপারহিট গানের তালে। প্রসেনজিৎ আর বিজয়েতা নাচ করলেন 'অমর সঙ্গী' গানের তালে। আর ঋতুপর্ণা আর প্রসেনজিৎ নাচ করলেন, 'চোখ তুলে দেখো না কে এসেছে'-র তালে। 

কখনও এক ধাক্কায় বয়স কমিয়ে স্কুলের পোশাক, কখনও আবার ভিড়ের মধ্যে খুঁজে ফেরা প্রিয় মানুষকে। প্রতিযোগীদের কাছে রোজই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে স্টার জলসার ধারাবাহিক 'ইসমার্ট জোড়ি'। কয়েক সপ্তাহ আগেই সুপারহিট ছবির নায়কদের মতো সেজে মঞ্চে নাচের তালে পা মেলালেন 'জোড়ি'-রা। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি