ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রথম দ্বৈত চরিত্রে রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৫ জুন ২০২২

সময়টা ভালোই কাজে লাগাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর। নিজের বিয়ে তাও আবার আলিয়া ভাটকে, ঠিক প্রায় একই সময় ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সফলতা। সব কিছু মিলিয়ে তার জীবনে ভালো সময়ের প্রতিফলন সবদিকে। এমনই সময় আবারও সুখবর দিলেন রণবীর। প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করে। এবার খেটে খাওয়া মানুষের রুপে রণবীরকে দেখা মিলবে ‘সমশেরা’ সিনেমায়।

শুক্রবার (২৪ জুন) মুক্তি পেয়েছে ‘সমশেরা’র ঝলক। এই সিনেমায় নিজের গোত্রের মানুষদের স্বাধীনতা ও মর্যাদার জন্য শাসক দলের সঙ্গে তুমুল লড়াই করবেন রণবীর।

আর এই ঝলক দেখে নেটিজেনদের আলোচনা তুঙ্গে। তাদের মতে, চরিত্রে দারুণ মানিয়েছে ‘রকস্টার’ রণবীরকে। তার উপর এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয়!

ঐতিহাসিক প্রেক্ষাপটে জঙ্গলের রাজা রবিন হুডের মতো ক্রীতদাস নেতা শামশেরাকে একেছে যশরাজ ফিল্মস। 

ব্রিটিশ শাসিত ভারতে উপজাতি মানুষদের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিল শামশেরা। বড়লোকের ঘরে ডাকাতি করে গরিবদের টাকা জোগায় সে। কাজার বুকে এক কাল্পনিক নগরে গড়িয়েছে গল্পের চাকা।

সমশেরাকে জব্দ করতে আসা প্রতিপক্ষ দারোগা ‘শুধ সিংহ’-এর ভূমিকায় সঞ্জয় দত্ত। যোদ্ধা উপজাতিকে দাস বানিয়েছে সে-ই। অন্য দিকে ‘সোনা’-র চরিত্রে বাণী কপূর। সোনা নৃত্যশিল্পী, যে সমশেরার হৃদয় কেড়ে নেয়।

প্রযুক্তির মিশেলে ঝকঝকে প্রচার ঝলক। পরিচালনায় করণ মালহোত্রা। রণবীর, বাণী এবং সঞ্জয় ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আশুতোষ রানা, সৌরভ শুক্ল, রনিত রায়, ত্রিধা চৌধুরী এবং পীতবাস ত্রিপাঠী।

অতিমারির কারণে একাধিক বার পিছিয়ে গিয়েছে সিনেমার মুক্তি। ২০১৯ সালের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ‘সমশেরা’র। পরে সেই তারিখ পিছিয়ে হয় ১৮ মার্চ ২০২২। যা আবার স্থগিত হয়।
 
অবশেষে, প্রতীক্ষার অবসান। আগামী ২২ জুলাই, হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় দেশ জুড়ে মুক্তি পাচ্ছে ‘সমশেরা’।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি