ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মা সেতু নিয়ে ‘উচ্ছ্বসিত’ শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ২৬ জুন ২০২২ | আপডেট: ১৯:৫০, ২৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের পর ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসে শামিল হলো সব অঙ্গনের মানুষ। শোবিজেও দেখা যায় উচ্ছ্বাসের বন্যা। অনেকে স্যোশাল মিডিয়ায় সেই আনন্দ প্রকাশ করেন।

তেমনি এক সময়ের জনপ্রিয় নায়িকা বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসি নায়িকা শাবনূরও স্যোশাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ‘আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।’

শনিবার দুপুরে শাবনূর তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়ায় আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।’

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি