ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মা হতে চলেছেন আলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২৭ জুন ২০২২ | আপডেট: ১৪:৩৩, ২৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

কিছুদিন আগেই ধুমধাম করে সম্পন্ন হল বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর-আলিয়ার বিয়ে। আর সেই বিয়ের ৩ মাস না হতেই দম্পতির পক্ষ থেকে এলো নতুন সুখবর। বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া।

মা হতে চলেছেন নিজেই ঘোষণা করেছেন আলিয়া। টুইট করে নিজেই জানিয়েছেন সন্তানের আগমন বার্তা। সঙ্গে ডাক্তারখানায় পরীক্ষা-নিরীক্ষা চলার ছবি। 

ইনস্টাগ্রামে আলিয়ার ওই পোস্টে দেখা গিয়েছে, আলট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের শয্যায় শুয়ে তিনি। ফ্রেমে রয়েছেন রণবীরও। তার উৎসুক চোখও নিবদ্ধ মনিটরে। যেন একসঙ্গে স্বপ্ন বুনছেন যুগলে। 
ছবিটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে আলিয়া লিখেছেন, “আমাদের সন্তান... শীঘ্রই সে আসছে।”

বলিউডে নতুন সিনেমা প্রচার অনুষ্ঠানেই কথায় কথায় পরিবারে নতুন অতিথির আগমনের আভাস দিয়েছিলেন রণবীর।
সেখানে তিনি বলেছিলেন, “পরিবারের কথা ভাবতে হচ্ছে এখন। আমাদের সংসারও বাড়বে।”

আর এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল অনুরাগীদের মাঝে। তাদের মনে প্রশ্ন উঠেছিলো,  তা হলে কি দ্রুতই সন্তানকে পৃথিবীতে আনতে চলেছেন রণবীর-আলিয়া? 

আর এই প্রশ্নের জট খুলতে সময় লাগেনি একদমই। সোমবার সকালের ঘটনা শুনে প্রায় অবাক সকলেই। তবে এত তাড়াতাড়ি খুশির খবর আসবে, কেউ ভাবতে পেরেছিলেন নাকি!

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি