ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রাণনাশের চিঠি পেলেন বলিউডের স্বরা ভাস্কর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ৩০ জুন ২০২২

বলিউডে যেনো বইছে উত্তেজনা। একের পর এক হুমকি, তাও আবার বড় বড় তারকাদের। এর আগেই পেয়েছিলেন জনপ্রিয় তারকা সালমান খান। আর এবার আরও এক বলি তারকাকে দেওয়া হলো খুনের হুমকি, নাম তার স্বরা ভাস্কর।

বলিউডের ফাঁড়া যেন কাটছেই না! এ বার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে নায়িকাকে। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

মু্ম্বাইয়ের ভারসোভায় থাকেন স্বরা। দু’দিন আগে তার বাড়িতেই পৌঁছয় উড়ো চিঠি। এরপরে ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। 

পুলিশ সূত্রে জানা যায়, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন স্বরা। হিন্দিতে লেখা ওই চিঠিতে বলা রয়েছে, ‘স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের অপমান সহ্য করা হবে না।’

সামাজিক এবং রাজনৈতিক মত নিয়ে বরাবরই স্পষ্টবক্তা স্বরা। ২০১৭-এ স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারে‌র বিরুদ্ধে একটি টুইটও করেছিলেন অভিনেত্রী।

সেখানে তিনি লিখেছিলেন, “ জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে মাথা নত করেন বীর। সুতরাং তাকে কোনও ভাবেই বীর বলা যায় না।” 

তবে ওই টুইটের বদলা নিতেই এই চিঠি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি