ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বেগম রোকেয়ার চরিত্রে সাবিলা নূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১ জুলাই ২০২২

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এবার  তাকে দেখা যাবে ‘আমি রোকেয়া বলছি’ নামের একটি টেলিফিল্মে। এখানে বেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

টেলিফিল্মটিতে সাবিলার মা তার নাম রেখেছিলেন বেগম রোকেয়া। কারণ তিনি চেয়েছিলেন মেয়ে বড় হয়ে বেগম রোকেয়ার মতো নারী অধিকার নিয়ে আন্দোলন করবে। কিন্তু বড় হওয়ার পর বেগম রোকেয়া নামটি তার কাছে ব্যাকডেটেড মনে হয়। তাই নাম বদলে রাখে ঐতি।

নামের সঙ্গে অর্থ-আভিজাত্যের ছোঁয়ায় নিজেকেও বদলে ফেলতে চায় মেয়েটি। কিন্তু মায়ের মতো তার জীবনকেও বিষিয়ে তোলে পুরুষশাসিত সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুখোশধারীদের অশুভ ছায়া। এদের সঙ্গে লড়তে গিয়ে ধীরে ধীরে মেয়েটি বুঝতে পারে মায়ের দেওয়া নামের তাৎপর্য। 

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আমি রোকেয়া বলছি’ নামে একটি টেলিফিল্ম। এটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান।

অভিনয় প্রসঙ্গে সাবিলা বলেন, ‘‘গল্পটি দারুণ। এই বেগম রোকেয়া কিন্তু প্রখ্যাত সেই রোকেয়া নয়। অভিনয় করে বেশ তৃপ্তি পেয়েছি।’’ 

এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ মিত্র। টেলিফিল্মটি ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে একটি বেসরকারী টেলিভিশনে প্রচার হবে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি