ঢাকা, সোমবার   ০৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আলিয়ার মা হওয়ার খবরে উরফির মন্তব্যে বলিউডে ঝড়, কী বলেছিলেন উরফি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বিয়ের তিন মাসের মধ্যেই মা হতে চলেছেন ‘গঙ্গুবাই’-এর অভিনেত্রী। কয়েকদিন থেকেই এই খবরে সরগরম বলিউড। অন্য দিকে স্বল্প পোশাকে উত্তেজনা ছড়িয়ে চর্চায় থাকতে পছন্দ করেন উরফি জাভেদ। আলিয়ার মা হওয়ার বিষয়ে তিনি চুপ থাকেন কী করে! সুযোগ পেয়েই মন্তব্য করেছেন, তাতেই আবার আলোচনার কেন্দ্রে তিনি।

মুম্বাই সংবাদসংস্থার কাছে আলিয়া-রণবীরের হবু সন্তান কেমন হতে পারে সেই ভাবনার কথা জানিয়ে উরফি বলেছেন, বাবা-মা দু’জনেই সুন্দর। তাই রণলিয়ার সন্তানও সুন্দর হবে এতে কোনও সন্দেহ নেই। এর পর সাংবাদিকরা উরফির কাছে জানতে চান, আলিয়ার সন্তানের কাছ থেকে ‘মাসি’ না ‘পিসি’ কোন ডাক শুনতে চান উরফি?

এই প্রশ্নের উত্তরই সমালোচনার মুখে দাঁড় করিয়েছে উরফিকে। একটি হিন্দি প্রবাদের সূত্র ধরে উরফি বলেছেন "আমি আবার কী হব! আমি ‘আমি’-ই থাকব। বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা।’’ যার অর্থ অনেকটা এরকম ‘যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া-পড়শির ঘুম নেই’।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি