ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দুর্ঘটনায় আহত শ্রীলেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২২, ১ জুলাই ২০২২ | আপডেট: ২০:৪৯, ১ জুলাই ২০২২

আকস্মিক দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মৃদু স্বরে কোনও রকমে কথা বলতে পারছেন।

সে ভাবেই আনন্দবাজারকে তিনি জানান, আকস্মিক দুর্ঘটনায় আক্রান্ত তিনি। অস্ত্রোপচার হবে। তাকে অস্ত্রোপচার টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে, আপাতত তিনি কথা বলতে পারছেন না। এত কিছুর মধ্যেও চিকিৎসকদের ‘ডক্টরস ডে’র শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী।

হাতে চ্যানেল করা। হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে তিনি। অনুরাগীদের জানিয়েছেন, ছোট্ট দুর্ঘটনা ঘটে গিয়েছে। তাই ছোট্ট অস্ত্রোপচারের প্রয়োজন। চিকিৎসকেরা যত্ন নিয়ে দেখভাল করছেন। আশা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। 

এ খবর ছড়াতেই শ্রীলেখার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অসংখ্য ভক্ত। অভিনেত্রী পথ দুর্ঘটনার শিকার? নাকি নিজের বাড়িতেই কিছু ঘটে গিয়েছে? সে বিষয়ে এখনও জানা যায়নি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি