ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তরুণ অভিনেতা কিশোর আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বয়স মাত্র ৩০। এর কেবল শুরুর সময় কিন্তু শুরুতেই শেষ হয়ে গেলো ভারতের অসমীয়া সিনেমার অভিনেতা কিশোর দাসের জীবন। বড় অকালেই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে চলে গেলেন এই অভিনেতা।

শনিবার (২ জুলাই) চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন কিশোর। সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

প্রথমে কিছুদিন আসামে চিকিৎসা শেষে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় কিশোরকে। পরবর্তীতে তাকে চেন্নাইয়ে স্থানান্তরিত করা হয়। কিন্তু সব চেষ্টাকে বৃথা করে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। এ অভিনেতার মৃত্যুতে আসামের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

খুব কম সময়েই অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছিলেন কিশোর। ‘বৃন্দাবন’, ‘প্রেম বন্ধকি’, ‘দাদা তুমি দুষ্টু বড়’ সহ একাধিক সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

ছোট পর্দারও জনপ্রিয় মুখ ছিলেন কিশোর। টেলিভিশনে তার অভিনীত ‘বিধাতা ও বন্ধু’ সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

এ ছাড়াও ৩০০টির বেশি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি