ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোরবানি ঈদেও গান গেয়ে মঞ্চ মাতাবেন ড. মাহফুজুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৪ জুলাই ২০২২

বেশ কয়েক বছর ধরেই ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে নতুন নতুন গান নিয়ে হাজির হন মিডিয়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। আর তারই ধারাবাহিকতায় এই কোরবানি ঈদেও গান গেয়ে মঞ্চ মাতাবেন তিনি।

ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠানটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।

এ প্রসঙ্গে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, এবার ঈদেও থাকছে ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান। এখন চলছে গান নির্বাচনের কাজ। সব ঠিক হলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে সর্বশেষ গেল রোজার ঈদে ‘তুমি আমার প্রেয়সী’ নামের অনুষ্ঠানে একক সংগীত পরিবেশনা করেন ড. মাহফুজুর রহমান।

যদিও গেল কয়েক বছর ধরে প্রতি ঈদেই তিনি গান নিয়ে হাজির হন। তার একক গানের অনুষ্ঠান প্রচার হতে দেখা যায়। সেগুলো বেশ আলোচনায় আসে। মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’, প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি