ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

করণের বিরুদ্ধে বিয়ে ভাঙার অভিযোগ সামান্থার! কিন্তু কেনো?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ৪ জুলাই ২০২২

কিছুদিন আগেই ‘কফি উইথ করণ সিজন ৭’ নিয়ে ফিরছেন বলে জানিয়েছিলেন করণ। আর এরমধ্যেই এই অনুষ্ঠানের প্রচার ঝলকে করণের বিরুদ্ধে বিয়ে ভাঙার অভিযোগ তুলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু।

বিস্ফোরক মন্তব্য করে সামান্থা রুথ প্রভুর বলেন, ‘আপনার অসুখী দাম্পত্যের ছবিই বিয়ে ভাঙছে।’ 

আর তার কটাক্ষের তিরের সামনে রয়েছেন করণ জোহর। যা ইতোমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

জানা যায়, করণের অনুষ্ঠানে অতিথির আসনে সামান্থাকে দেখা যাবে খুব শীঘ্রই। সদ্য স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সামান্থার। এই নিয়ে তুমুল আলোচনায় রয়েছেন ‘অন্তাভা গার্ল’। নাগা চৈতন্য এখন শোভিতা ধুলিপালার প্রেমে মজেছেন বলে খবর বলিউডের অন্দরে।

এদিকে করণের শো-এ একটি পর্বে সামান্থাকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে। এর আগে কোনও সিনেমাতে অক্ষয়ের সঙ্গে সামান্থাকে দেখা না গেলেও, একটি বিজ্ঞাপনে দু’জনকে একত্রে দেখা গিয়েছে সম্প্রতি।

‘কফি উইথ কর্ণ সিজন ৭’-এর প্রচার ঝলকে সামান্থাকে দেখা গিয়েছে বৈবাহিক সম্পর্ক নিয়ে কথা বলতে। ঠাট্টা-তামাশার মধ্যেই করণের বিরুদ্ধে অভিযোগের সুরে সামান্থা বলেন, ‘বিয়ে ভাঙার কারণ আপনি ও আপনার সিনেমা। জীবন যখন ‘কেজিএফ’-এর মতো, তখন আপনি দেখিয়েছেন ‘কেথ্রিজি’।’

আর অতিথির এই অভিযোগে বিব্রত সঞ্চালক করণ জোহর। সূত্র: আনন্দবাজার

আরএমএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি