ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

২৭ বছর পর এক সিনেমায় শাহরুখ-সালমান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৫ জুলাই ২০২২

এমন খবরের জন্য ভক্তদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৭ বছর। ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ মুক্তির পর জুটি বেঁধে এক সিনেমায় আর দেখা মেলেনি বলিউড বাদশাহ ও বলিউড ভাইজানের। 

বিশেষ চরিত্রে দুই খান একই সিনেমায় অভিনয় করলেও ২৭ বছর পর অ্যাকশনধর্মী এক সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন শাহরুখ ও সালমান।

বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে এমন দাবি করে জানিয়েছে, বলিউডের নামী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া দুই খানকে এক করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুতে সিনেমাটির শুট শুরু হতে পারে। বিশেষ সূত্রের বরাতে পোর্টালটি এটাও জানিয়েছে, সেই সময় নাকি দুই খান নিজের শিডিউলও ফাঁকা রেখেছেন। 

তবে সিনেমা পরিচালনা কে করবেন সেই বিষয় আপাতত কোনও কিছু জানা যায়নি।

প্রতিবেদনে পোর্টালটি দাবি করেছে, এই সিনেমাটিই ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সিনেমায় ‘পাঠান’ ও ‘টাইগার’ সিনেমার গল্পকে সংযুক্ত করা হবে; দুই সিনেমার প্রযোজকও যশরাজ ফিল্মস। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি