ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কলকাতায় ঈদ করবেন ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ৫ জুলাই ২০২২

কলকাতায় ‘ভয়’ শিরোনামের একটি সিনেমার শুটিং শুরু করেছেন ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া। এজন্য এবারের ঈদুল আজহা দেশের বাইরেই উদযাপন করবেন বলে নিশ্চিত করেছেন নায়িকা নেজেই।

তিনি বলেন, “দেশেই ঈদ করবো ভেবেছিলাম। তবে শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় শুটিং ইউনিট প্রস্তুত। তাই সেখানেই শুটিংয়ে অংশ নিয়েছি। তাছাড়া আগামী মাসে শুরু হবে ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং।”

জানা যায়, ১৬ জুলাই পর্যন্ত চলবে সিনেমাটির শুটিং ও ডাবিংয়ের কাজ। এর আগে সিনেমাটির শুটিং ভারতের বিহার ও কলকাতায় হয়েছিল। এতে ফারিয়ার বিপরীতে রয়েছেন টলিউড নায়ক অঙ্কুশ হাজরা।

এর আগে ফারিয়ার ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং ঈদের মধ্যে ব্যাংককে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক জটিলতায় সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। তখন তিনি পরিকল্পনা করেন দেশে ঈদ করার। কিন্তু শেষপর্যন্ত ভয় সিনেমার শুটিংয়ের জন্য রোববার (৪ জুলাই) দেশের বাইরে যেতেই হল তাকে।

অঙ্কুশ-নুসরাত ছাড়াও সিনেমায় আরো অভিনয় করছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিংহ, অসীম রায় চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত সহ অনেকে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি