ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কলকাতায় হিরো আলম! রাতের শহরে তার সফরসঙ্গী কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ৭ জুলাই ২০২২

কলকাতার বিধাননগরের রাস্তায় নতুন অ্যাপের প্রচারে হিরো আলম। দুই দেশের সমস্ত ইউটিউবারের পাশে তিনি, বার্তা দিলেন ইউটিউবার হিরো আলম। 

একটি নতুন অ্যাপের প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। কালো কোটের নীচে পেস্তা সবুজ গেঞ্জি। সঙ্গে জিনসের প্যান্ট। সঙ্গী কলকাতার আর এক জনপ্রিয় ইউটিউবার। এই মুহূর্তে দেশে নানা বিতর্কের কেন্দ্রে হিরো আলমের রবীন্দ্রসঙ্গীত। পদ্মা সেতু নিয়ে গান গেয়েও কটাক্ষের শিকার তিনি। সেই সব বিষয় নিয়ে মুখ খোলেননি যদিও।

অ্যাপের প্রচারসূত্রেই তার বক্তব্য, ‘‘ভারত-বাংলাদেশে প্রচুর ইউটিউবার তৈরি হচ্ছেন। কিন্তু সবাই নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন না। আমি সেই সব পিছিয়ে পড়া ইউটিউবারদের সমর্থন জানাই। যে কোনও পরিস্থিতিতে তারা আমায় পাশে পাবেন।’’ রাস্তায় দাঁড়িয়ে প্রচারের কারণে ধীরে ধীরে সবার নজরেই পড়ে যান তিনি। ছবি শিকারিরা আস্তে আস্তে ঘিরে ধরেন তাকে।

কলকাতায় যদিও হিরো আলমের যাওয়া এই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলেও তিনি গিয়েছিলেন। সে সময় ভুবন বাদ্যকারের সঙ্গে জুটি বেঁধে গান রেকর্ড করেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি