ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঈদের প্রথম দিন কী থাকছে একুশের পর্দায়?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১০ জুলাই ২০২২

ঈদ উৎসবে বিনোদনের অন্যতম আকর্ষণ টেলিভিশনে প্রচারিত নাটক, টেলিফিল্ম বা সিনেমা। দর্শকের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে দেশের জনপ্রিয় বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার পুরো সপ্তাহ।

দেখে নেওয়া যাক ঈদের প্রথম দিন কী থাকছে একুশের পর্দায়..

সকাল ০৯.৩০ বাংলা চলচ্চিত্র: ‘প্রিয়া আমার প্রিয়া’। অভিনয়ঃ শাকিব খান, সাহারা, মিশাসহ আরও অনেকে।

দুপুর ১২.০০ ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ঈদ buzz’।  

দুপুর ০১.০০ ঈদের বিশেষ নাটক: ‘কি কথা তাহার সাথে’। অভিনয়ে: স্পর্সিয়া ।

দুপুর ০১.৩০ সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক: ‘পিরিতের দোকানদারী’। অভিনয়ে: মিলন, তারিক স্বপন, ফারুক আহমেদ, ফারজানা জয়া, মিষ্টি মারিয়া, প্রিয়াংকা জামান, নিলীমা মুনসহ আরও অনেকে।

দুপুর ০২.৩০ বাংলা চলচ্চিত্র: ‘মাটির ঠিকানা’। অভিনয়: শাকিব, পূর্ণিমা, মিশা, জেমসসহ আরও অনেকে।

সন্ধ্যা ০৬.২০ সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটকঃ ‘সফদর ডাক্তার’। অভিনয়ে: আরফান, উর্মিলা শ্রাবন্তি কর, সঞ্জয় রাজ, ঝুনা চৌধুরী, মানুষী প্রকৃতি, ম আ সালাম, আশরাফ কবীরসহ আরও অনেকে।

সন্ধ্যা ০৭.২০ সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটকঃ ‘ভাই খুব সেনসেটিভ-২’। অভিনয়ে: সৈয়দ শিপলু, জয়শ্রী কর জয়া, মুকিত, আনিসুল হক বরুন, সূচনা শিকদারসহ আরও অনেকে।
  
রাত ০৮.০০ ঈদের বিশেষ একক নাটক: ‘লাভ গেইম’। অভিনয়: ইরফান সাজ্জাদ, নাদিয়া মিম, টুটুল চৌধুরীসহ আরও অনেকে।
রাত ০৯.২০ সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটকঃ ‘প্যারা নাই চিল’। অভিনয়ে: মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, সাজু খাদেম, সালেহা খানম নাদিয়া, রিমি করিমসহ আরও অনেকে।

রাত ১০.০০ ঈদের বিশেষ একক নাটক: ‘জোর করে বিয়ে’। অভিনয়: নিলয় আলমগীর, চমকসহ আরও অনেকে।

রাত ১১.২০ ঈদের বিশেষ সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট’। শিল্পী: অংকন ও কামরুজ্জামান রাব্বি।

রাত ০১.০০ একুশে সংবাদ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি