ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে ছোট ছেলেকে নিয়ে ভক্তদের সামনে শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ঈদুল আযহা উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বলিউড তারকাদের শুভেচ্ছা বিনিময় অব্যাহত রয়েছে। ইমরান হাশমি থেকে মাধুরী, সবাই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিরাশ করেননি কিং খান শাহরুখও। ঈদুল ফিতরের মতো বছরের দ্বিতীয় ঈদেও মান্নাতের বারান্দায় এসে ভক্তদের মুখে হাসি ফুটালেন তিনি।

এদিন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রিয় তারকাকে দেখতে মান্নতের বাইরে ভিড় জমান শাহরুখ ভক্তরা। নিরাশ করেন নি কিং খানও।

রবিবার ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে মান্নাতের বারান্দায় আসলেন শাহরুখ। ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। ব্লু ডেনিম আর সাদা শার্টে ধরা দিলেন শাহরুখ, চোখে ছিল রোদ চশমা। হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় পর্ব সারেন তিনি। এসময় বাবাকে হুবহু নকল করবার চেষ্টা করে খুদে আব্রাম। লাল টি-শার্ট আর কালো রঙের প্যান্টে লেন্সবন্দি হলেন শাহরুখের ছোট ছেলে।

মান্নতের বাইরে তখন জনসমুদ্র। হাত নেড়ে প্রণাম করলেন, সেলাম ঠুকলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে শাহরুখ-আব্রামের সেই ছবিগুলো। ভক্তরা বলছেন, ‘ঈদি পেয়ে গেছি’!
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি