সাত দিনে ইরানের ৩ চলচ্চিত্রকার গ্রেফতার
প্রকাশিত : ১৩:৩৭, ১২ জুলাই ২০২২ | আপডেট: ১৭:৪৪, ১২ জুলাই ২০২২
এক দুই করে ৭ দিনের মধ্যেই তিন চলচ্চিত্র পরিচালক গ্রেফতার হলেন ইরানে। সর্বশেষ আটক হলেন পরিচালক জাফর পানাহি।
সোমবার (১১ জুলাই) তেহরান থেকে তাকে গ্রেফতার করা হয়।
যদিও এবারই প্রথম নয়, ইরান সরকারের সমালোচক হিসাবে পরিচিত পানাহিকে এর আগেও গ্রেফতার করা হয়েছে। সরকারবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার জন্য ২০১০ সালে তিনি গ্রেফতার হন। তার ছয় বছরের জেল হয়। সিনেমা তৈরি এবং চিত্রনাট্য লেখার পাশাপাশি দেশত্যাগের উপরেও তার নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে, গত সপ্তাহে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা আল আহমেদ এবং মোহম্মদ রাসুলফকে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী। তাদের মামলার ব্যাপারে খোঁজ খবর নিতেই আইনজীবীর কাছে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
চলতি বছরের মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি বাড়ি ধসে পড়ে ৪৩ জনের মৃত্যু হয়। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। সেই বিক্ষোভকে সমর্থন করায় আহমেদ এবং রাসুলফকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের প্রতিবাদে সরব হন পানাহি। এরপর তাকেই গ্রেফতার করা হল।
‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো ছবি তৈরি করে বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছেন পানাহি। তাকে ইরানের অন্যতম সেরা চলচ্চিত্রকার হিসাবে অভিহিত করা হয়।
সূত্র- দ্যা গার্ডিয়ান
আরএমএ