ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আমার পরাণটা, দিলা তো সব কাঁপায়ে: পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১২ জুলাই ২০২২

ঈদুল আজহায় এবার মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এর একটি রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি।

‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। শরীফুল রাজ পরীমনির স্বামী। 

গত রোববার ঈদের দিন ফেসবুকে মূলত স্বামীকে নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি।

প্রেক্ষাগৃহে ‘পরাণ’ সিনেমার প্রদর্শনী শেষে দর্শক রাজকে ঘিরে ধরেছেন এমন একটি ভিডিওর সাথে পরী লিখেছেন, ‘আমার পরাণটা, দিলা তো সব কাঁপায়ে! এভাবেই রাজ করতে থাকো পুরোটা সময়। ঈদ মোবারক।’ 

এই পোস্টের প্রতিক্রিয়ায় রাজ নিজেও মন্তব্য করেছেন। লিখেছেন, ‘তুমি আমার সৌভাগ্যের চাবিকাঠি, ঈদ মোবারক।’

‘পরাণ’ শরীফুল রাজের তৃতীয় সিনেমা। 

নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ সিনেমার সেটে পরীমনি-রাজ প্রেমে পড়েন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। এরপর গত ২২ জানুয়ারি পরীমনির বনানীর বাসায় আনুষ্ঠানিকভাবে আবারও তাদের বিয়ে হয়। এর আগে গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান পরীমনি।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি