ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অনন্তর ফোন পেয়ে তার সিনেমা দেখেছেন ওমর সানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

এবার ঈদুল আজহায় দেশে তিনটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এগুলো অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’, নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ ও অনন্য মামুনের ‘সাইকো’। 

এর মধ্যে অন্তর জলিলের সিনেমাটি হলে গিয়ে দেখে এসেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। 

পরে ফেসবুক লাইভে এসেছে ঈদের সিনেমাগুলো নিয়েও কথা বলেছেন তিনি। 

বুধবার (১৩ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে ওমর সানী বলেন, “ঈদে ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। অনেক দিন আমার সিনেমা দেখা হয় না। মঙ্গলবার অনন্ত জলিল আমাকে ফোন দিয়ে বলল, বর্ষা (অনন্ত জলিলের স্ত্রী ও দিন: দ্য ডে’র নায়িকা) আমার অনেক বড় ভক্ত। সে চাচ্ছে আমি যেন তাদের সিনেমাটা দেখতে যাই। তাই সিনেমাটি দেখতে গিয়েছি।”

তিনি আরও বলেন, “দিন: দ্য ডে সিনেমাটি মূলত কমার্শিয়াল মুভি। অনন্ত জলিল কতটা সফল হয়েছে সেটা দর্শকই বিচার করবে। মধুমিতার নওশাদ ভাই বলল হাউসফুল যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি পরাণ ও সাইকোও ভালো যাচ্ছে আশা করি। তাদের জন্য শুভ কামনা।”

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ওমর সানী বলেন, “আমি সাংবাদিকদের শ্রদ্ধা করি। আলোচনা-সমালোচনা থাকবেই। সাংবাদিকদের কলম হলো একে ৪৭-এর মতো। তাই সাংবাদিকদের বলব, সবসময় নেগেটিভ বিষয়গুলো সামনে না আনলেই ভালো হয়। সব সাংবাদিক নয়, অল্প কিছু জন এটা করছে। সাংবাদিকদের ছাড়া আমরাও অচল।”

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি