ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় অনন্ত-বর্ষা, ভক্তকে দিলেন দুই লাখ টাকা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:১১, ১৪ জুলাই ২০২২

বগুড়া মধুবন সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে ‘দিন দ্য ডে’ সিনেমা দেখতে বসেন দুই তারকা। বৃহস্পতিবার বেলা ৩টায় বগুড়ায় অনন্ত ও বর্ষা আসার খবরে দর্শকদের ঢল নামে।

হল থেকে বেরিয়ে দর্শক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন অনন্ত জলিল। 

এসময়ে অনন্ত জলিল বলেন, ‘দিন দ্য ডে’ একটি বিগ বাজেটের সিনেমা। এ সিনেমার রিভিউ জানতে ঢাকার বেশ কয়েকটি হলে গিয়েছেন তারা। দর্শকদের সঙ্গে সিনেমাও দেখেছেন। দর্শক হলমুখী হচ্ছে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, আগামীতে ‘নেত্রী দ্য লিডার’ সিনেমা মুক্তি পাবে। যার প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে বগুড়ার কাহালুতে প্রতিবন্ধী ভক্ত সোহেল রানাকে (২৫) দেখতে যান চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। 

পৌনে ১টায় তাদের বহন করা হেলিকপ্টার উপজেলার কালিপাড়া উচ্চ বিদ্যালয় অবতরণ করে। তাদের ভক্ত কাহালু উপজেলার নিমারপাড়া গ্রামের মোজামের ছেলে সোহেল রানার মাধ্যমে খবর পেয়ে অনন্ত ও বর্ষাকে দেখতে অনেক আগে থেকেই কালিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অসংখ্য মানুষ ভিড় করেন।

বাংলা চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা বগুড়া গিয়ে তাদের ভক্ত সোহেলের পায়ের চিকিৎসার খরচ হিসেবে দুই লাখ টাকা দিয়েছেন।

এছাড়া সোহেলকে থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা করানোরও আশ্বাস দেন অনন্ত জলিল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি