ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্লাস্টিক সার্জারি করেছেন দিশা পাটানি? মুখের লুকে ট্রোলড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১৫ জুলাই ২০২২

সম্প্রতি নিজের লুকের জন্য ট্রোলড হয়েছেন দিশা পাটানি। নেটিজেনরা দিশার মুখমণ্ডলীর পরিবর্তনগুলি লক্ষ্য করেছেন, প্রশ্ন তুলেছেন বিষয়গুলি নিয়ে।

'এক ভিলেন রিটার্নস' ছবিতে শীঘ্রই দেখা যাবে অভিনেত্রী দিশা পাটানিকে। বর্তমানে ছবিটির প্রচারে দারুণ ব্যস্ত নায়িকা। বলিউডে অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত দিশা। স্টাইল সেন্স, বোল্ড পোশাকের জন্য় প্রায়শই চর্চায় থাকেন তিনি।

সম্প্রতি নতুন ছবির প্রোমোশনে এসে নিজের লুকের জন্য ট্রোলড হয়েছেন দিশা পাটানি। নেটিজেনরা দিশার মুখমণ্ডলীর পরিবর্তনগুলি লক্ষ্য করেছেন এবং অস্ত্রোপচার সম্পর্কে নানা মন্তব্য করেছেন। এর আগেও নিজের লুকের জন্য ট্রোলড হয়েছেন দিশা। বৃহস্পতিবার সাদা পোশাকে ধরা দিয়েছেন নায়িকা।

দুধ সাদা পোশাকে দিশা পাটানিকে অপূর্ব দেখালেও, নেটিজেনরা তার চেহারায় দৃশ্যমান পরিবর্তন সম্পর্কে মন্তব্য করেছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘ওর মুখে কী কোনও সমস্যা হয়েছে?’ অপর এক নেটিজেন লিখেছেন, 'চোখের পাতায় কিছু সমস্যা হয়েছে... দিশা।' অন্য একজন লিখেছেন, ‘লিপ জব করানোর আগেই ভালো লাগত দিশাকে।’

'এক ভিলেন রিটার্নস'-এর ট্রেলার লঞ্চের সময়ও ট্রোলড হয়েছিলেন দিশা। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, নায়িকা প্লাস্টিক সার্জারি করেছেন কিনা? আগেই দিশাকে বেশি ভালো লাগত। যদিও প্লাস্টিক সার্জারির বিষয় এখনও কোনও মন্তব্য করেননি দিশা।

দিশা ছাড়াও 'এক ভিলেন রিটার্নস'-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন কাপুর, জন আব্রাহাম এবং তারা সুতারিয়া। এটি একটি সাসপেন্স থ্রিলার ফিল্ম। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি। ২০২২ সালের ২৯ জুলাই সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি