ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জন্মাষ্টমীতে অক্ষয় ও আমিরের মহাযুদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ১৫ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

পরপর ছবি করে যাচ্ছেন বলিউডের ‘খিলাড়ি’। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘সম্রাট পৃথ্বীরাজ’। বক্স অফিসে তেমন সাফল্যের মুখ দেখেনি সেই ছবি।

তার মধ্যেই ফের সুখবর। খুব তাড়াতাড়িই নতুন ছবি ‘রক্ষা বন্ধন’ নিয়ে আসছেন অক্ষয় কুমার। তবে তার জেরেই যুদ্ধের ঘণ্টা জন্মাষ্টমীতে!

১১ অগস্ট, জন্মাষ্টমীর দিনেই মুক্তি পাচ্ছে ‘রক্ষা বন্ধন’। এ দিকে, সেই দিনই মুক্তি পাবে আমির খানের নতুন ছবি ‘লাল সিং চড্ডা’ও। ফলে জোর টক্করে নামছেন ‘খিলাড়ি’ এবং ‘মিস্টার পারফেকশনিস্ট’।

বৃহস্পতিবার নতুন ছবির মোশন পোস্টার প্রকাশ করেছেন খিলাড়ি। ছবিতে তার বিপরীতে ভূমি পেডনেকর। ‘টয়লেট এক প্রেম কথা’র পরে আবারও এই জুটির ম্যাজিক দেখতে পাবেন দর্শক।

অগাস্টে একগুচ্ছ ছুটি। রাখি, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী। সেই মরসুমেই লড়াই বাধবে আমির-কারিনা বনাম অক্ষয়-ভূমির। কোন জুটি মন কাড়ে দর্শকের, সেটাই এখন দেখার। অক্ষয়ের ঝুলিতে এর পরেও আছে তাঁর পরের ছবি ‘রামসেতু’।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি