ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হাসপাতালে ভর্তি ফেরদৌস ওয়াহিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ১৬ জুলাই ২০২২ | আপডেট: ১০:১৫, ১৬ জুলাই ২০২২

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) শেষ রাতে হার্ট অ্যাটাক করলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফেরদৌস ওয়াহিদের সহকারী মোশাররফ।

মোশাররফ গণমাধ্যমকে জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহখানেক আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ নেই। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন বলেও জানান তিনি।

চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত আছেন ফেরদৌস ওয়াহিদ। তার গাওয়া ‘এমন একটা মা দে না’ ও ‘মামুনিয়া’সহ আরও অনেক গান শ্রোতারা আজও পছন্দ করেন।
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি