ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বয়সের কারণেই রণবীর চাইতেন তাড়াতাড়ি বাবা হতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১৭ জুলাই ২০২২

চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। এরপর ঠিক বিয়ের আড়াই মাসের মাথায়, জুলাই মাসেই মা হওয়ার খবর দেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর স্বীকার করেছেন, যখন থেকে আলিয়ার সঙ্গে তার বিয়ে হয় তখন থেকেই বাবা হওয়ার ইচ্ছাটা তার মাথায় ছিল। আর এটার অন্যতম বড় কারণ ছিল তার বেড়ে চলা বয়স। 

১৫ মার্চ ২৯ বছরে পা রেখেছেন আলিয়া। আর ২৮ সেপ্টেম্বর নিজের ৪০ বছরের জন্মদিন পালন করবেন রণবীর কাপুর। আর এই বয়স নিয়েই ভাবতে শুরু করেছিলেন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেতা। যখন বাচ্চারা একটু বড় হবে তখন তিনি আদৌ তাদের সঙ্গে খেলতে পারবে তো?

‘শমশেরা’ অভিনেত্রী বানী কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি একবার রণবীরকে প্রশ্ন করেছিলেন কোন বয়সে তুমি বাচ্চা নিতে চাও। আর তাতে জবাব এসেছিল, মানুষের মনে এরকম ভাবনা আসে যখন তারা ৪০ বছরের দিকে এগোয়। 

রণবীর বলেছিলেন, ‘‘মানুষ যখন ৪০ বছরে প্রায় পৌঁছে যায় তখন তার মনে খেয়াল আসে ‘ইয়ার আমার বাচ্চা যখন ২০ বছরের হবে, তখন আমার বয়স হয়ে যাবে ৬০ বছর। আমি কি আর পারব ওর সঙ্গে কোনও কিছু খেলতে বা ট্রেকে যেতে’?’’

‘শমশেরা’-র পরিচালক করণ মলহোত্রাও জানান আড়াই বছর আগেই রণবীর বাবা হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। 

করণের কথায়, ‘রণবীরের বাবা হওয়ার উৎসাহ আলাদা মাত্রার। মনে আছে আমি যখন ওকে বলেছিলাম আমাদের একটা বাচ্চা আছে ও বলেছিল, ‘শুভেচ্ছা ভাই। আমিও খুব জলদি বাবা হব বুঝলে খুব জলদি।’ ওর উদ্দীপনাই ছিল অন্যরকম।’

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি