ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে ভর্তি অভিনেত্রী তিয়াসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ১৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে কোলকাতার অভিনেত্রী তিয়াসা লেপচা (রায়)। তার শারীরিক পরিস্থিতি একটু বেশি খারাপ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। 

শুক্রবার (১৫ জুলাই) হাসপাতালে ভর্তি হতে হয় ‘কৃষ্ণকলি’-এর শ্যামাকে।

জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে ইতোমধ্যেই বাড়ি ফিরে এসেছেন। আপতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। 

যদিও শ্বাসকষ্টজনিত সমস্যা নতুন নয় তার জীবনে। দীর্ঘদিন ধরেই এই রোগে ভুগছেন তিনি। শুক্রবার শ্বাস নিতে বেশি কষ্ট হওয়ায় তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
 
এ বিষয়ে অভিনেত্রী তিয়াসা জানিয়েছেন, এখন অনেকটাই ঠিক আছি। বিশ্রামে রয়েছি।

প্রসঙ্গত, জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় শুরু তিয়াসার। প্রথম সিরিয়ালেই বাজিমাত করেন এই অভিনেত্রী। তবে গত কয়েকমাসে অভিনয়ের চেয়ে তিয়াসার ব্যক্তিগত জীবন থেকেছে সংবাদ শিরোনামে। দীর্ঘদিন ধরেই সুবান রায়ের সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে চর্চায় থেকেছেন নায়িকা, অবশেষে গত মার্চে ডিভোর্সের ঘোষণা দেন তিয়াসা।
 
সূত্রঃ হিন্দস্তান টাইমস
আরএমএ/এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি