ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ট্রেলারেই ঝড় তুলেছে বিজয়ের ‘লাইগার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২১ জুলাই ২০২২

‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন দক্ষিণী তরকা বিজয় দেবেরাকোন্ডা। মুম্বাইয়ের বস্তির এক ছেলে কীভাবে মার্কিন মুলুকে গিয়ে প্রফেশ্যান্যাল বক্সিং চ্যাম্পিয়ানশিপে যোগ দেবে, তাই উঠে আসবে এই সিনেমার ভেতর।

২১ জুলাই বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। তার কিছু দিন আগে প্রকাশ পেয়েছিল পোস্টার। যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

এবার ট্রেলারটিও নজর কাড়লো সবার। মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন বিজয়। দুই মিনিটের ট্রেলারে ঝড় তুলেছেন তিনি ভক্তদের মনে।

অ্যাকশন ও রোমান্স ধাঁচের সিনেমাটি পরিচালনা করেছেন পুরী জগন্নাধ। এতে আরও আছেন রাম্যা কৃষ্ণান এবং অনন্যা পান্ডে।

'লাইগার'র প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শকরা এই ট্রেলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।

হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালাম-এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘লাইগার’।বহুল প্রতীক্ষিত সিনেমাটি ২৫ আগস্ট মুক্তি পাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি