ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বান্ধবীর স্বামীর প্রতি ঝোঁক, সম্পর্ক ভাঙল দুই নায়িকার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন দুজনে, ছিলেন বন্ধুর চেয়েও বেশি কিছু! মাঝে মাঝেই একসঙ্গে ঘুরতে দেখা যেত তাদের। তবে আজকাল দুজনের মুখ দেখাদেখি নেই বললেই চলে। টলিউডের দুই নায়িকার বন্ধুত্বে নাকি এখন বিরাট ফাটল!

সৌজন্যবোধ উপরে উপরে বজায় রয়েছে ঠিকই, যার পুরোটাই লোক দেখানো। 

এই দুই নায়িকার একজন আবার টালিগঞ্জের অন্যতম বিতর্কিত ব্য়ক্তিত্ব। যার ব্যক্তিগত জীবন গেছে নানান চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে। তবে আপতত স্বামী-সন্তান নিয়ে সুখী গৃহকোণ তার।

কিন্তু তার সেই ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার নেপথ্য কারণটা ঠিক চমকে দেয়ার মতো!

জানা যায়, প্রথম নায়িকার তারকা স্বামীর প্রতি শুরু থেকেই একটু বেশিই দুর্বল ছিলেন দ্বিতীয় নায়িকা। একসঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন তারা। 

প্রথম নায়িকা নিজের পুরোনো সম্পর্কে ভেঙে নায়কের সঙ্গে লিভ-ইন শুরু করতেই নাকি আচমকা পাল্টে যায় দ্বিতীয় নায়িকার আচরণ। তাদের সেই সম্পর্ক ভেঙে দেয়ার পরামর্শও দিতে থাকেন দ্বিতীয় নায়িকা। কারণ মন যে মানে না! 

এদিকে, প্রকাশ্যে নিজের মনের মানুষের প্রতি বান্ধবীর অধিকারবোধ ফলানোটা মোটেও পছন্দ হয়নি প্রথম নায়িকার। তাইতো বন্ধুকেই জীবন থেকে ‘বাদ’ করে দিয়েছেন তিনি। 

আর বেচারা নায়ক স্বামীও স্ত্রীর আশঙ্কার জেরে সেই বান্ধবীর সঙ্গে এখন আর কোনও যোগাযোগ রাখছেন না।

আসলে, দ্বিতীয় নায়িকার প্রেম ভাগ্য বেশ খারাপ। এর আগেও শোবিজ জগতের এক ব্যক্তির প্রেমে হাবুডুবু খেয়েছেন তিনি। তবে ক্যারিয়ার সামলাতে সেই প্রেম নাকোচ করে দিয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরেই ছিলেন একা। ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। সূত্র- হিন্দুস্তান টাইমস।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি