ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

তুমুল কটাক্ষের মুখে সাবা-হৃতিকের অসম প্রেম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৪ জুলাই ২০২২

বলিউডের অসমবয়সী জুটিদের তালিকায় নতুন সংযোজন হৃতিক রোশন এবং সাবা আজাদ। একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিব্যি দিন কাটছে দু'জনের। কিন্তু তাতে কী! পিছু ছাড়ে না ট্রোল-কটাক্ষ।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল দুই তারকাকে। হাতে হাত রেখে হাঁটছিলেন হৃতিক আর সাবা। পাপারাৎজিদের ক্যামেরার সামনেও সপ্রতিভ। দ্বিধার লেশমাত্র নেই। সেই ভিডিওই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তারকা যুগলকে দেখে খুশি অনুরাগীদের একাংশ। তাদের ভালোবাসা জানিয়েছেন অনেকেই। কিন্তু একাংশের কাছে আগ্রহের বিষয় দু'জনের বয়সের পার্থক্য।

একজন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম সাবা ওর মেয়ে।’ অন্য জন আবার লিখেছেন, ‘বাবা-মেয়ে।’ জনৈকের মস্করা, ‘বাবা-মেয়েকে বেশ লাগছে।’ এমনই অসংখ্য কটূক্তি ধেয়ে এসেছে তারকা-যুগলের দিকে।

বেশ কয়েকমাস ধরে সম্পর্কে রয়েছেন সাবা-হৃতিক। প্রেমিকের বাড়িতেও আনাগোনা লেগে থাকে অভিনেত্রীর। রোশন পরিবারের ঘরোয়া আড্ডাতেও দেখা যায় তাকে।

সম্পর্ক নিয়ে রাখঢাক করছেন না বলিউডের গ্রিক দেবতা। করণ জোহরের জন্মদিনের পার্টিতে পৌঁছেছিলেন প্রেমিকাকে নিয়ে। সকলের সঙ্গে তার আলাপও করিয়ে দেন হৃতিক। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ে করবেন তারা।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি