ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এফডিসিতে নতুন রূপে সাকিব, কিন্তু কেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২৫ জুলাই ২০২২

হঠাৎ করে নতুন রূপে ধরা দিলেন বিশ্বের টপ অলরাউন্ডার সাকিব আল হাসান। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দেশজুড়ে। আলোচনার শীর্ষে উঠে এসেছে যে, কেনো এমন রূপে এফডিসিতে সাকিব!

ক্রিকেটের মাঠে ব্যাট ও বল দুটোতেই সমান পারদর্শী সাকিব আল হাসান। আর এবার সেই ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে হঠাৎ দেখা গেল সিনেমার আঁতুড়ঘর এফডিসিতে। আর সেখানে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন অবতারে। মাথা ভর্তি কোঁকড়া চুল, নাকের নিচে চিকন গোঁফ, হাতা গোটানো শার্ট আর গলায় রূপালি চেইন।

জানা যায়, একটি বিজ্ঞাপনচিত্রের জন্যই এমন বেশভূষা ধারণ করেছেন তিনি। যেটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। একটি মোবাইল অপারেটর কোম্পানির জন্যই নির্মিত হচ্ছে বিজ্ঞাপনচিত্রটি।

যদিও সাকিব আগে থেকেই এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত। এবার তাদের একটি অ্যাপের বিজ্ঞাপনে মডেল হয়েছেন জার্সি নাম্বার ৭৫। দুইদিন সময় নিয়ে চিত্রটি নির্মাণ করা হচ্ছে।

শুটিংয়ের সাজে তোলা একটি ছবি সাকিব নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। তাকে এমন রূপে ভক্তরাও বেশ আগ্রহের সঙ্গে গ্রহণ করেছে। 

সেই ছবিতে মাত্র এক ঘণ্টায় প্রায় আড়াই লাখ ভক্ত রিঅ্যাকশন জানিয়েছে তার পোস্টে। মন্তব্য করেছেন ২০ হাজারের বেশি মানুষ।

আরএমএ/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি