ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রণবীর-শ্রদ্ধার সিনেমার সেটে আগুন, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ৩০ জুলাই ২০২২

ভারতের আন্ধেরি এলাকায় বলিউডের জনপ্রিয় তারকা রনবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের সিনেমার শুটিং সেটে আগুনে লাগার ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় আন্ধেরির এই আগুন ছড়িয়ে পড়েছিল আশেপাশেও। এই আগুনে রাজশ্রী প্রোডাকশনের সেটও নষ্ট হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যায়।

মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, সেই অগ্নিকাণ্ডেই মণীশ দেবশী নামের এক সিনেমাকর্মীর মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে জানা যায়, দমকলের আটটি ইঞ্জিন, পাঁচটি পানির জেটি এবং অন্যান্য সরঞ্জামের সাহায্যে পাঁচ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই সময়ের মধ্যে মণীশের পাশাপাশি আহত হয়েছেন আরও এক জন।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি