ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা আসছেন শিল্পা শেঠি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ৩০ জুলাই ২০২২ | আপডেট: ১৮:৫৫, ৩০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি শনিবার সন্ধ্যায় ঢাকায় আসছেন। রাত ৮টায় 'ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২' অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই অভিনেত্রী। 

এক্সপোর আয়োজকরা জানান, ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২ উপলক্ষ্যেই অভিনেত্রী শিল্পা শেঠি ঢাকায় আসছেন। রাজধানী একটি পাঁচতারকা হোটেলে এই এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা পুরো সময়জুড়েই উপস্থিত থাকবেন।

এর আগে এক ভিডিও বার্তায় শিল্পা শেঠি ঢাকায় আসার খবর নিশ্চিত করে বলেছিলেন, ‘‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’’

এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা। সে সময় একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন এই বলিউড ডিভা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি