ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

অসুস্থ স্পর্শিয়া ভর্তি হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ৩১ জুলাই ২০২২

এ’সময়ের আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা যায়, রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায়  অস্ত্রপাচার করতে হয়েছে তার।

শনিবার (৩০ জুলাই) রাতে অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী ।

তিনি জানান, শনিবার রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। তার অপারেশনটি করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অপারেশনের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

উল্লেখ্য, স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার তিনি নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি